বাই শপ পণ্য রিটার্ন ও রিফান্ড পলিসি

  • অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভারি পাবার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের হটলাইনে ২৪ ঘন্টার মধ্যে জানাতে হবে। তবে অবশ্যই সে পণ্যের গায়ে কোন স্ক্র্যাচ ফেলা যাবে না এবং পণ্যের বক্স অক্ষত রাখতে হবে অন্যথায় তা পরিবর্তনযোগ্য নয়।
  • অনলাইন অর্ডার এর পণ্য ডেলিভারি ম্যান থেকে রিসিভ করার পর যদি বক্স দেখে মনে হয় তা আপনার অর্ডারক্রীত পণ্য না তাহলে বক্স খুলে পণ্য ব্যবহার করলে এবং বক্স নষ্ট করলে সেই পণ্য পরবর্তীতে পরিবর্তনযোগ্য হবে না।
  • ত্রুটিযুক্ত পণ্য আমাদের থেকে পরিবর্তনযোগ্য। এক্ষেত্রে আমাদের এক্সপার্টগন পণ্যে ত্রুটি পর্যবেক্ষণ করে তা পরিবর্তন করার পদক্ষেপ গ্রহন করবেন।
  • ক্রেতা যদি ডেলিভারি ম্যান এর মাধ্যমে ত্রুটিযুক্ত পণ্য পরিবর্তন করতে ইচ্ছুক অথবা পরিবর্তন করতে চান তাহলে তাকে অবসসই কুরিয়ার চার্জ দিতে হবে। পণ্য আনার পর যদি পণ্য/ ছিড়া/ ফাটা/ ভাঙ্গা অথবা পোড়া/ জ্বলা অবস্থায় পাওয়া যায় তবে সেই পণ্যের সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে।
  • বাই শপ এর ওয়েবসাইটে থাকা বিবরণী দেখে ক্রয়কৃত পণ্য ডেলিভারি কর্মী থেকে রিসিভ করার পর তা আপনার পসন্দ হচ্ছে না বা এখন আর কিনতে ইচ্ছুক নন, এসকল কারনে পণ্য ফেরত অথবা পরিবর্তনযোগ্য নয়।
  • কোন ধরণের সফটওয়্যার/সফটওয়্যার লাইসেন্স ক্রয়ের পর তা রিটার্ন অথবা রিফান্ডযোগ্য নয়।
  • নির্দিষ্ট কারনে পণ্য রিটার্ন দেয়ার পর অথবা গ্রহণযোগ্য কারনে মূল্য রিফান্ড করতে ৩ থেকে ১০ কার্যদিবস এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে।
  • সকল প্রকার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ অনলাইন গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ড চার্জ প্রযোজ্য ।
  • কুরিয়ার এর ক্ষেত্রে ক্রেতা অবশ্যই পণ্য ভাঙ্গা থাকলে অথবা প্যাকেট ছেঁড়া থাকলে কুরিয়ার থেকে পণ্য গ্রহণ করবে না। কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য ক্রেতা গ্রহণ করলে তা নিজ দায়িত্বে করতে হবে এবং এই ব্যাপারে পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
  • সম্মানিত ক্রেতাগন যদি পেমেন্ট করার সময় কোন প্রকার ক্যাশব্যাক পেয়ে থাকেন তাহলে রিফান্ড করার সময় ক্যাশব্যাকের সমপরিমান টাকা কেটে রাখা হবে।

Return & Refund Policy of Buy Shop

  • In the case of online orders, if there is a manufacturing defect in the product after receiving the product, you must inform our hotline within 24 hours. However, of course, no scratches can be made on the product and the product box must be kept intact, otherwise it is not exchangeable.
  • If after receiving the product of the online order from the delivery man, if you see the box and it seems that it is not the product you ordered, then if you open the box and use the product and destroy the box, the product will not be exchangeable later.
  • Defective products are exchangeable from us. In this case, our experts will take steps to change the product after observing the defect in the product.
  • If the buyer wants to change or exchange the defective product through the delivery man, he will have to pay the courier charge. If the product is found to be torn, cracked, broken or burnt after bringing the product, the buyer will have to bear the full responsibility for that product.
  • If you do not like the purchased product after receiving it from the delivery man or you are no longer willing to buy it, for these reasons, the product cannot be returned or exchanged.
  • Any type of software/software license purchased is not returnable or refundable.
  • It may take 3 to 10 working days to refund the price after returning the product for certain reasons or for acceptable reasons and longer in case of online payments.
  • Refund charges are applicable for all types of mobile financial services/online gateways/POS payment refunds.
  • In case of courier, the buyer must not accept the product from the courier if the product is broken or the packet is torn. If the buyer accepts the damaged product by the courier, he will have to do it at his own risk and no complaints will be accepted in this regard later.
  • If the respected buyers have received any kind of cashback at the time of payment, then the amount equivalent to the cashback will be deducted at the time of refund.